মঙ্গলবার ০৭ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Loksabha Election: তৃতীয় দফার ভোটের আগে মুর্শিদাবাদে শান্তি ফেরাতে কড়া পদক্ষেপ কমিশনের

Pallabi Ghosh | ৩০ এপ্রিল ২০২৪ ২০ : ৪৩Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: ৭ মে তৃতীয় দফার লোকসভা ভোটের আগে মুর্শিদাবাদে অশান্তির প্রেক্ষিতে নির্বাচন কমিশন, জেলা নির্বাচনী আধিকারিক এবং পুলিশ সুপারকে কড়া বার্তা পাঠিয়েছেন বলে খবর। এতে, সাইলেন্স পিরিয়ড বা ভোট শুরুর ৪৮ ঘণ্টা আগেই সেখানকার পরিস্থিতি যেকোনও মূল্যে স্বাভাবিক করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিশেষ সাধারণ পর্যবেক্ষক আলোক সিনহা এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা। যাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অশান্তি সৃষ্টির অভিযোগ বা আশঙ্কা রয়েছে, তাদের অবিলম্বে হেফাজতে নিতে হবে। দ্রুত পদক্ষেপ করার ওপরেও জোর দেওয়া হয়েছে।
এদিকে তৃতীয় দফার ভোট নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার প্রস্তুতি নিয়ে গতকাল উপ নির্বাচন কমিশনার নীতেশ ব্যাস ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুর্শিদাবাদে ও মালদার জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে। এই পর্যায়ে ভোট হবে মালদা ও মুর্শিদাবাদ জেলার চারটি লোকসভা কেন্দ্রে।




বিশেষ খবর

নানান খবর

কী কী উপসর্গ দেখলে সতর্ক হবেন? #hmpvindia #HMPV #aajkaalonline #symptoms

নানান খবর



সোশ্যাল মিডিয়া



04 24